
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পিএম
পুলিশের ওপর হামলা, শ্রমিক দল নেতাসহ গ্রেফতার ২

বগুড়া ব্যুরো
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৯:৪১ পিএম
-67fa89ae06f4a.jpg)
আরও পড়ুন
বগুড়ার ধুনটে গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা চালিয়ে চাঁদাবাজি মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। এ সময় ওই আসামি ও তার শ্বশুর পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল মজিদকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার মধ্যরাতে উপজেলার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার বিকালে ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, হামলাকারীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাসহ বিভিন্ন ধারায় মামলা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্র জানায়, বগুড়ার ধুনট পৌরসভার চরপাড়ার আবদুল মজিদের ছেলে মাহা আলম জীবন (৩০) একটি চাঁদাবাজি মামলার আসামি। তিনি শুক্রবার রাতে একই গ্রামে তার শ্বশুর পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল মজিদের বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ সেখানে অভিযান চালান। রাত দেড়টার দিকে তারা মাহা আলম জীবনকে গ্রেফতার করেন। এ সময় তার শ্বশুর পৌর শ্রমিক দলনেতা আবদুল মজিদের নেতৃত্বে লোকজন আসামি জীবনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
তারা পোশাক পরিহিত পুলিশ সদস্যদের ডাকাত, ডাকাত বলে চিৎকার দেন ও ঘরের টিনে লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। তাদের চিৎকারে নারীসহ অন্তত ২০ থেকে ২১ জন সেখানে ছুটে আসেন। তারা গ্রেফতার জীবনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে ব্যর্থ হয়ে পুলিশকে মারধর করেন। এতে এসআই হারুন অর রশিদসহ তিন পুলিশ সদস্য আহত হন। একপর্যায়ে আসামিরা পুলিশ সদস্যদের জিম্মি করে রাখেন।
খবর পেয়ে ধুনট থানা থেকে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে আসেন। তারা জীবন ও তার শ্বশুর আবদুল মজিদকে গ্রেফতার ও পুলিশ সদস্যদের উদ্ধার করেন।
এদিকে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় এসআই হারুন অর রশিদ শনিবার থানায় গ্রেফতার দুজন ছাড়াও ১১ নাম উল্লেখ করে ২১ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
ওসি সাইদুল আলম জানান, গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় দুঃখ প্রকাশ করে ধুনট উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বলেন, আবদুল মজিদ তার সংগঠনের পৌর শাখার সাংগঠনিক সম্পাদক। দলের দায়িত্বশীল পদে থেকে কেউ অপরাধ করলে তার দায়ভার দল বহন করবেনা। শিগগির আবদুল মজিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।