
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০১:১৯ পিএম
জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৬

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৪:১৫ পিএম

আরও পড়ুন
কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে জড়িয়েছে দুইপক্ষ। শনিবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে হওয়া এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন অন্তত ৬ জন।
আহতরা হলেন- জামাল উদ্দিন (৫০),
আশরাফুল ইসলাম (২৫), সিদ্দিক (৩৫), আকাশ (২০), কবিতা খাতুন (২৮) ও রেহেনা খাতুন (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ধরে দয়ারামপুর গ্রামের জামাল উদ্দিন
ও সিদ্দিকের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে মাসখানেক আগে সিদ্দিকসহ তার
পরিবারের লোকজন জামাল উদ্দিনের বাড়িতে হামলা চালায়। বিষয়টি সালিশি বৈঠকের মাধ্যমে সমাধান
করা হয়।
শনিবার সকালে জামাল উদ্দিন তার ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত করতে গেলে
সিদ্দিকের পরিবার ফের হামলা চালায়। এরপর দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত
৬ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে চারজনের অবস্থা আশঙ্কাজনক দেখে দায়িত্বরত চিকিৎসক কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার
করে। পরে তাদের সেই হাসপাতালে নেওয়া হয়।
কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ বলেন, ‘এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।’