
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০১:৩২ পিএম
পুকুরে মিলল নারীর লাশ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০১:২৭ পিএম

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গার পুকুর থেকে এক নারীর (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামের হাবিব খালাসীর পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, দীঘলকান্দা গ্রামের হাবিব
খালাসীর পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে
লাশটি উদ্ধার করে। লাশটির ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
হয়েছে।
পরিচয় না পাওয়া গেলে ভাঙ্গা থানায় পুলিশ বাদী হয়ে একটা মামলা রুজু করা
হবে বলে জানান ওসি।