
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০১:৩২ পিএম
আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০১:২৪ পিএম

আরও পড়ুন
পটুয়াখালীর দশমিনায় মো. আলী হাওলাদার নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, জমি দখলের জন্য সেখানে থাকা অন্তত ৩০টি গাছ কেটে ফেলেছেন আওয়ামী লীগ নেতা আলী হাওলাদার। তবে অভিযোগ অস্বীকার করছেন তিনি।
জমি দখলচেষ্টার অভিযোগে শনিবার দশমিনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী
নারী রুনিয়া বেগম।
অভিযুক্ত আলী হাওলাদার উপজেলার রনগোপালদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের
বাসিন্দা। তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সহসভাপতি পদে ছিলেন বলে জানা গেছে।
উপজেলার রনগোপালদী ইউনিয়নের দক্ষিণ রনগোপালদী গ্রামের মৃত কাঞ্চন হাওলাদারে
স্ত্রী রুনিয়া বেগম লিখিত অভিযোগে দাবি করেন, ১৫ বছর আগে ১৮ শতাংশ জমি কিনে ঘর নির্মাণ
করেন তার পরিবার। সম্প্রতি আলী হাওলাদার লোকজন জমিটির মালিকানা দাবি করে সেটি দখলের
চেষ্টা চালান। জমির লাগানো অন্তত ৩০ গাছ কেটে ফেলেন। এর পাশাপাশি ভুক্তভোগীকে হত্যার
হুমকি ও ভয়ভীতি দেখান। এর জেরে হাওলাদারকে প্রথম আসামি করে তিনজনের নামে দশমিনা থানায়
লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বিষয় আলী হাওলাদার বলেন, ‘আমি কখনও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে
জড়িত ছিলাম না। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।’