
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০১:৩২ পিএম
অনলাইনে প্রচারণা, আওয়ামী লীগের ২ নেতা আটক

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১১:২১ পিএম

আরও পড়ুন
অনলাইনে প্রচারণা চালিয়ে উত্তেজনা ও অপরাধ সৃষ্টির অভিযোগে গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
তারা হলেন- আওয়ামী লীগ রংপুর জেলার সদস্য ও গঙ্গাচড়া উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ (৪৫) ও বেতগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মানিক (৫৫)।
বৃহস্পতিবার সন্ধ্যায় বেতগাড়ী বাসস্ট্যান্ড থেকে মানিক ও গঙ্গাচড়া মিলন টকিজের সামনে থেকে বুলবুলকে গ্রেফতার করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান জানান, দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা তথা জনশৃঙ্খলা বিঘ্ন করে জনমনে ক্ষোভের সৃষ্টি ও উত্তেজনা সৃষ্টির অভিপ্রায়ে জনসমক্ষে ও অনলাইনে প্রচারণা চালানোসহ আমলযোগ্য অপরাধ করার প্রস্তুতির অভিযোগে এই দুজনকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।