
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০১:৫৫ পিএম
বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২

বগুড়া ব্যুরো
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১১:০৭ পিএম

বগুড়ার কাহালুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা ভ্যানচালক নূর আলম (৫০) ও মোফাজ্জল হোসেন (৩৬) নামে দুজন নিহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার নারহট্ট ইউনিয়নের ভেঁপড়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। কাহালু থানার ওসি আবদুল হান্নান এ তথ্য দিয়েছেন।
নিহতরা হলেন- বগুড়ার কাহালু উপজেলার শিকড় গ্রামের মৃত ওসমান আলীর ছেলে নূর আলম ও একই উপজেলার পাইকড় পাঞ্জপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মোফাজ্জল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নূর আলম শুক্রবার সকাল ৯টার দিকে বিবিরপুকুর এলাকা থেকে তার রিকশাভ্যানে মোফাজ্জলকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে নারহট্ট ইউনিয়নের ভেঁপড়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছলে ভ্যানটি বিকল হয়ে যায়। এ সময় নওগাঁ থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহণের একটি বাস পেছন থেকে ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নূর আলমের মৃত্যু হয়। এক হাত বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন যাত্রী মোফাজ্জল। তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুরের দিকে তার মৃত্যু হয়।
কাহালু থানার ওসি আবদুল হান্নান জানান, মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সদর ও কাহালু থানায় সড়ক পরিবহণ আইনে পৃথক মামলা হয়েছে। ঘাতক বাস ও চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।