
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ১২:৪১ পিএম
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় বসল তারিন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৭:২৪ পিএম

আরও পড়ুন
বাবার লাশ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় বসল তারিন আক্তার নামে এক শিক্ষার্থীকে। সে হবিগঞ্জের চুনারুঘাটে রাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়েছে।
তারিন উপজেলায় আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামের সদ্য প্রয়াত কুতুব আলীর মেয়ে ও আমুরোড উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
স্থানীয়রা জানান, মানবিক বিভাগের ছাত্রী তারিনের বৃহস্পতিবার এসএসসির প্রথম দিনের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। সেভাবেই প্রস্তুতি নেয় সে।
বুধবার রাতে তার পঞ্চাশোর্ধ্ব বাবা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অল্প সময়ের ব্যবধানে তারিনের পরিবারে নেমে আসে শোকের ছায়া। বাবাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে সে।
সকালে এসএসসি পরীক্ষা ও বাবার দাফন। এ অবস্থায় দ্বিগুণ চাপে পড়ে সে। বাবার লাশ ঘরে রেখে যেতে হয় পরীক্ষায়।
বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কাদির জানান, রাতে খবর পেয়ে শিক্ষকরা বাড়িতে গিয়ে তাকে সান্ত্বনা দেন। তার বাবার জানাজা ছিল বেলা ১১টায়। তাই জানাজার আগেই তাকে পরীক্ষায় যেতে হয়। তারিন মানসিকভাবে বিপর্যস্ত ছিল। তারপরও পরীক্ষা ভালো হয়েছে বলে জানিয়েছে। সামনের পরীক্ষাগুলো যেন ভালো হয়, আমরা তাকে সাহস দিয়ে যাচ্ছি।