Logo
Logo
×

সারাদেশ

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৫:৩২ পিএম

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে ওমর ফারুক (২) ও নুসরাত খানম (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার উপজেলার চৌরখুলী ও হিজলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

শিশু ওমর ফারুক উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামের জসিম শেখের ছেলে এবং নুসরাত খানম উপজেলার হিজলবাড়ি গ্রামের মশিউর হাজরার মেয়ে।

শিশু ওমর ফারুকের দাদা জেহারুল শেখ বলেন, আমার নাতি ওমর ফারুককে ঘরের উঠানে বসিয়ে তার মা কাপড় ধুতে পুকুর ঘাটে যায়। কিছুক্ষণ পরে এসে দেখে ফারুক উঠানে নেই। আমরা পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে বাড়ির পশ্চিম পাশের পুকুরে ফারুকের লাশ ভেসে উঠতে দেখি। আমরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। 

অপরদিকে নুসরাত খানমের বাবা মশিউর হাজরা বলেন, বাড়ির পাশে ভেকু মেশিন দিয়ে মাছের ঘের কাটছিল। এই ভেকু মেশিন আমার মেয়ে দেখতে যায়। ভেকু মেশিন দেখে বাড়ি ফেরার পথে বিজয় মাস্টারের মাছের ঘেরে পড়ে যায় নুসরাত। পাশের বাড়ির শিশু জোনায়েদ খডু নুসরাত পানিতে পড়ে গেছে বলে আমাদের খবর দেয়। আমরা গিয়ে মাছের ঘের থেকে নুসরাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া পুকুর শিশু মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম