
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ১২:৪১ পিএম
স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৩:২২ পিএম

আরও পড়ুন
চট্টগ্রামের বাঁশখালীতে ফরিদুল আলম (৪৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। মৃতের পরিবারের দাবি, ফরিদুলের ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ওই নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ঘাতক স্বামী।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশার শেওলা
বাপের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত মিনু আক্তার (৩২) পশ্চিম ইলশার শেওলা অজি আহমদের মেয়ে। আর অভিযুক্ত
ফরিদুল একই উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ডোংরা কালু ফকিরবাড়ির মৃত দুধু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ বছর আগে পারিবারিকভাবে ফরিদুল ও মিনুর বিয়ে
হয়। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ব্যবসার কারণে প্রায়শ চট্টগ্রাম শহরে থাকতেন ফরিদুল।
মাঝে মধ্যে বাড়িতে আসতেন। পারিবারিক বিভিন্ন ইস্যুতে তাদের দুজনের মধ্যে মতবিরোধ চলে
আসছিল। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন ফরিদুল। পরে ঘুমন্ত স্ত্রী মিনুকে
ছুরিকাঘাত করে পালিয়ে যান।
মিনুর চিৎকার শুনে স্বজনরা এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ
হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার আগেই মিনুর মৃত্যু হয়।
হাসপাতালে যাওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে মিনুর মৃত্যু হয়েছে বলে
জানান চমেক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।
বাঁশখালী থানার ওসি ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করবে। কি কারণে হত্যার ঘটনা ঘটেছে পুলিশ তা
তদন্ত করছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্তের
জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’