
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০১:৫৫ পিএম
আগুনে পুড়ল ১৭ দোকান

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০২:০০ পিএম

আরও পড়ুন
চাঁদপুরের মতলব দক্ষিণের মুন্সিরহাট বাজারে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ১৭টি দোকান। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। শুক্রবার সকালে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের মুন্সিরহাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
আগুনে ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দা তাজুল ইসলাম ও যুবায়ের জানান, সকাল আনুমানিক সোয়া
৭টার দিকে বাজারের নবিরের হার্ডওয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে
আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুর উত্তর স্টেশনের উপসহকারী
পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন বলেন, ‘খবর পেয়ে মতলব দক্ষিণ ও চাঁদপুর সদরের চারটি ইউনিট
ঘটনাস্থলে আসে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর আগে
প্রায় ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে
জানা যায়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যাবে।’