
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০১:৫৫ পিএম
মির্জা ফখরুলের পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১০:৫৫ পিএম

আরও পড়ুন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জেলা শহরের চৌরাস্তায় স্থানীয় পেশাজীবী ও সামাজিক সংগঠনগুলোর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে বিএনপি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা দেন মুক্তিযোদ্ধা আনিসুল হক চৌধুরী, নুর করিম, শিক্ষক নেতা ফারুক হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, বিএনপি নেত্রী ফুরাতন নাহার প্যারিস, এডভোকেট আব্দুল হালিম, অ্যাডভোকেট এন্তাজুল হক, বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র প্রবাসী ইউটিউবার জ্যাকব মিল্টন সম্প্রতি মির্জা ফখরুল ও তার ছোট ভাই মির্জা ফয়সাল আমিনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা তথ্য ছড়িয়ে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। তারা বলেন, এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এই অপপ্রচারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ এবং জ্যাকব মিল্টনের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।
আন্দোলনকারীরা জানান, প্রয়োজনে সারা দেশে কর্মসূচি ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।