
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০১:১৯ পিএম
রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ৫৭৭, বহিষ্কার ৫

রংপুর ব্যুরো
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১০:৫২ পিএম

আরও পড়ুন
সারা দেশে একযোগে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। পরীক্ষার প্রথম দিন রংপুরে অনুপস্থিত ছিল ৫৭৭ জন পরীক্ষার্থী এবং অসৎ উপায় অবলম্বনের অপরাধের জন্য বহিষ্কার করা হয়েছে ৫ জন পরীক্ষার্থীকে।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. রমিজ আলম।
পরীক্ষা কন্ট্রোল অফিস সূত্রে জানা যায়, রংপুর বিভাগের দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় ১ লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৭০ জন ও ছাত্রী ৮৯ হাজার ৭৪০ জন।
রংপুর জেলায় ৮০টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪১ হাজার ৯৭৮ জন। এর মধ্যে ৫১টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ২৯ হাজার ৪২৯ জন, এসএসসি সমানের দাখিল ১৪টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫ হাজার ৬৫২ জন এবং এসএসসি সমমানের ভোকেশনাল পরীক্ষার্থী ২ হাজার ৯৮৯ জন। এর মধ্যে অনুপস্থিত এসএসসিতে ২৯৬ জন, দাখিলে ২৫৮ জন এবং ভোকেশনাল ২৩ জন। অসৎ উপায় অবলম্বনের দায়ে দাখিল পরীক্ষার্থীর ৫ জনকে বহিষ্কার করা হয়েছে।