
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ১০:৪৬ পিএম

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৬:২৬ পিএম

আরও পড়ুন
দিনাজপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর ৫টায় দিনাজপুর শহরের কসবা এলাকায় এলজিইডির জেলা কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অফিসের গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র। এ সময় চতুর্থ তলায় আটকা পড়ে আহত হয়েছেন ভবনের গেস্ট হাউজে অবস্থানরত দুই সরকারি কর্মকর্তা।
ভবনে আটকে পড়া কর্মকর্তারা হলেন- বিআইডব্লিউটিএর রংপুর অঞ্চলের ডেপুটি পরিচালক রবিউল ইসলাম এবং দিনাজপুর এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মুন্নাফ হোসেন। তাদের মধ্যে রবিউল ইসলামকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে উভয়ে সুস্থ আছেন।
দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোর ৫টা ৫ মিনিটে আমরা অগ্নিকাণ্ডের খবর পাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে ভবনের দ্বিতীয়তলায় বৈদ্যুতিক ডিবি বোর্ড থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। চতুর্থতলায় দুই প্রান্তে দুটি কক্ষে দুজন আটকা পড়েছিলেন। তাদের একজনকে জানালার গ্রিল কেটে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, ভবনের দ্বিতীয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের কিছু ফাইলপত্র পুড়ে গেছে। চতুর্থতলায় আবাসিক কক্ষে দুইজন গেস্ট ছিলেন। তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষে বলা যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে বলে জানান তিনি।