
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ০৭:৪১ পিএম
জুলাই অভ্যুত্থানে নিহত ডা. সজিবের বাড়িতে এনডিএফ
চিকিৎসকরা জাতির ক্রান্তিকালে সবসময় দেশের মানুষের পাশে ছিলেন

রায়পুরা ( নরসিংদী ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১১:০৯ এএম

জুলাই অভ্যুত্থানেনিহত ডা. সজিব সরকারের কবর জিয়ারত শেষে মঙ্গলবার বিকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন (এনডিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম। ছবি: যুগান্তর
আরও পড়ুন
চিকিৎসকরা জাতির বিভিন্ন ক্রান্তিকালে সবসময় দেশের মানুষের পাশে ছিলেন বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম।
তিনি বলেন, চিকিৎসকরা জাতির বিভিন্ন ক্রান্তিকালে সবসময় দেশের মানুষের পাশে ছিলেন, নানা প্রতিকূলতা মোকাবেলা করতে হয় তাদের। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে গিয়ে নানা প্রতিকূলতার সম্মূখীন হয়েছিলেন, তারপরও ঝুঁকি নিয়ে তারা আহতদের চিকিৎসাসেবা দিয়েছেন। এনডিএফ বর্তমানে আহত ও নিহতদের পরিবারের পাশে থাকার চেষ্টা করছে
নরসিংদীর রায়পুরার চরসুবুদ্ধিতে জুলাই অভ্যুত্থানে নিহত ডা. সজিব সরকারের কবর জিয়ারত শেষে মঙ্গলবার বিকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এনডিএফ প্রেসিডেন্ট বলেন, ডাক্তাররা যখন চিকিৎসাসেবাস্থলে অনেক সময় মব তৈরি হয়, তারপরও ডাক্তাররা সাহসের সঙ্গে কাজ করে যাচ্ছেন। ওই সময় তাদের সুরক্ষার জন্য নিরাপত্তার জন্য হাসপাতালে স্বাস্থ্য পুলিশ নিয়োগ করা প্রয়োজন। এ নিয়ে আমরা সরকারের কাছে প্রস্তাবনা দিয়েছি।
এনডিএফ সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থান সব সময় চিকিৎসকরা ঝুঁকি নিয়ে কাজ করেছে। রক্ত সংগ্রহ থেকে শুরু করে সকল সেবা নিশ্চিত করে আহতদের চিকিৎসা দিয়েছেন। সংগঠনটি। এসময়, ন্যাশনাল ডক্টরস ফোরামের প্রেসিডেন্ট প্রফেসর ডা নজরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা. মাহমুদ হোসেন, সহকারি সমাজসেবা সম্পাদক ডা.সারোয়ার জাহান তুহিন, শ্রম মন্ত্রণালয়ের সরকারী পরিচালক হাসান আল মামুন, নরসিংদীর সিভিল সার্জন ডা. আমিরুল হক শামীম উপস্থিত ছিলেন।