
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ১০:১০ পিএম
খনিজ বালি পাথর চুরির অভিযোগ

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১১:০৬ পিএম

আরও পড়ুন
সীমান্ত নদী জাদুকাটায় রাতের আঁধারে খনিজ বালি উত্তোলনকালে পরিবেশধ্বংসী দুই ড্রেজার মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দিবাগত রাত আড়াইটায় সুনামগঞ্জের তাহিরপুরের সোহালা গ্রামসংলগ্ন জাদুকাটা নদী থেকে ১০ লাখ টাকা মূল্যের দুটি ড্রেজার জব্দ করা হয়।
এরপর তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম জনসম্মুখে ওই দুটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।
মঙ্গলবার তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালাম চৌধুরী বলেন, জাদুকাটা নদীতে ড্রেজার চালানোর বিষয়ে আমি কিছুই জানি না, ওসি স্যার জানেন।