
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ১০:২১ পিএম
গাজায় গণহত্যার প্রতিবাদে টঙ্গীতে মহানগর ছাত্রদলের বিক্ষোভ

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১০:৪৫ পিএম

আরও পড়ুন
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর ছাত্রদল।
মঙ্গলবার দুপুরে টঙ্গীর চেরাগআলী থেকে মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী সরকারি কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি এইচএম আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম শামীম, সিনিয়র যুগ্মসাধারণ এস এম মমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ খান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গাজায় ইসরাইলি হামলায় নির্বিচারে মুসলমানদের হত্যা করা হচ্ছে। এটি কোনো মুসলিম দেশ সহ্য করতে পারে না। ফিলিস্তিনে কিভাবে নিরীহ নারী, পুরুষ ও শিশুদের হত্যা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, সারা পৃথিবী আজ মজলুম মানুষদের কান্নায় ভারি হয়ে উঠছে। আজকে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচির অংশ হিসেবে আমরা ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানাচ্ছি।
এ হামলা বন্ধ করতে বিশ্বের সব দেশের মুসলমানদের ঐকমত্যের ভিত্তিতে প্রতিবাদ করতে হবে।