
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ১০:২১ পিএম
চট্টগ্রামে আ.লীগ ও ছাত্রলীগের আরও ৩৯ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১০:৪৪ পিএম

আরও পড়ুন
চট্টগ্রামে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ-ছাত্রলীগের আরও ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সিএমপির জনসংযোগ শাখা থেকে গ্রেফতারদের বিষয়ে নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- বেলায়েত হোসেন রিপন, পারভীন আক্তার, কফিল উদ্দিন, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, সজিব, সাগর ওরফে হৃদয়, সাব্বির হোসেন, রিয়াদ হোসেন, বাবু ইসলাম, আবদুর রশিদ, রাকিবুল ইসলাম মাসুদ, মিনহাজ উদ্দিন মুন্না, আরমান আলী রাজ, আবদুর রশিদ, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং রাঙ্গুনিয়া উপজেলাধীন ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, মোবারক হোসেন, আমিনুল ইসলাম ইমন, ফাহিম, রাশেদুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মাহবুব আলী, ইমন, আলমগীর, ওমর ফারুক, বাহার, বাবুল হোসেন শুভ, জসিম, হাশেম, নগরীর ১৬নং চকবাজার ওয়ার্ডের যুবলীগ সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, লক্ষী রানী দাশ, মফিজুর রহমান, ইসমাইল হোসেন, তছলিম, বেলাল, নুর মোহাম্মদ ওরফে রাসেল, আলী হোসেন হৃদয়, ইমন ও জয় বৈষ্ণ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (জনসংযোগ) মাহমুদা বেগম জানান, নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসবিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।