
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ১০:২১ পিএম
গাজায় গণহত্যার প্রতিবাদে রংপুরে ছাত্রদলের বিক্ষোভ

রংপুর ব্যুরো
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১০:৪৩ পিএম

আরও পড়ুন
গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন, নারী-শিশুসহ হাজারও নিরীহ মানুষ হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মঙ্গলবারও রংপুর ছিল উত্তাল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে রংপুর জেলা ও মহানগর ছাত্রদল।
দুপুরে রংপুর প্রেস ক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। বিক্ষোভ মিছিলটি নগরীর জাহাজ কোম্পানি মোড় হয়ে, সিটি বাজার থেকে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা ছাত্রদলের আহবায়ক শরীফ নেওয়াজ জোহার সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা যুবদলের সভাপতি নাজমুল ইসলাম নাজু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, মহানগর ছাত্রদলের আহবায়ক ইমরান খান সুজন, সদস্য সচিব রবিউল ইসলাম রবি ও জেলার সদস্য সচিব সদস্য সচিব আফতাবুজ্জামান সুজনসহ নেতারা।
এ সময় বক্তারা ফিলিস্তিনি ভূখণ্ড, গাজায় ইসরাইলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলা বন্ধে ইসরাইলকে বাধ্য করতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানান। বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্কুল-কলেজ থেকে ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।