
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ১০:২১ পিএম
পুলিশে চাকরির প্রলোভনে টাকা গ্রহণ, দুই প্রতারক গ্রেফতার

বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১০:৪০ পিএম

আরও পড়ুন
বরগুনায় পুলিশ কনস্টেবল পদে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ও বরগুনা থেকে দুই প্রতারককে গ্রেফতার করেছে বেতাগী থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার প্রতারকরা হলেন- সৈয়দ আহমেদ প্রিন্স (৪০) ও মনির হোসেন খান (৪০)। তারা পটুয়াখালীর মির্জাগঞ্জ ও বরগুনার বেতাগী উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনার বেতাগী উপজেলার ইব্রাহিম গোলদার (২০) নামের এক তরুণকে ২০২৪ সালে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ছয় লাখ টাকা দাবি করে প্রতারক চক্র।
পরবর্তীতে বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ভুক্তভোগীর পরিবার থেকে তিন লাখ টাকা হাতিয়ে নেয় তারা। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে প্রতারকরা যোগাযোগ বন্ধ করে দেয়।
বিষয়টি প্রতারণা নিশ্চিত হয়ে ইব্রাহিমের দাদা জলিল গোলদার (৫৮) বাদী হয়ে বেতাগী থানায় চারজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা করেন।
পরে ইব্রাহিমের অভিযোগের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৬ এপ্রিল ঢাকার উত্তরা এলাকা থেকে সৈয়দ আহমেদ প্রিন্স এবং ৭ এপ্রিল বরগুনার গাবুয়া এলাকা থেকে মনির হোসেন খানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আদায় করা টাকার মধ্যে এক লাখ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং গ্রেফতারদের আদালতের মাধ্যমে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম বলেন, টাকা নিয়ে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার ঘটনায় একটি অভিযোগ আসার পরেই আমরা দুই প্রতারককে গ্রেফতার করেছি।
তিনি বলেন, সামনে আমাদের নতুন একটি নিয়োগ কার্যক্রম আছে। পুলিশে চাকরি সম্পূর্ণ স্বচ্ছ ও মেধার ভিত্তিতে দেওয়া হয়, তাই পুলিশের চাকরি সংক্রান্ত বিষয়ে যে কোনো ধরনের লেনদেন বা ঘুস প্রস্তাব থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করব। এছাড়া পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না বলে জানান তিনি।