
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ১০:৫৭ পিএম
জঙ্গলে সন্ধান পাওয়া প্রাচীন মসজিদ পরিদর্শনে উপজেলা প্রশাসন

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৯:১৩ পিএম
-67f53d1d91115.jpg)
আরও পড়ুন
জঙ্গলে সন্ধান পাওয়া মুঘল সম্রাট আমলের প্রাচীন মসজিদ পরিদর্শন করেছেন গোসাইরহাট উপজেলা প্রশাসনের কর্মকর্তা ইউএনও আহমেদ সাব্বির সাজ্জাদ।
গোসাইরহাটের জঙ্গলের ভেতর সন্ধান মেলে প্রায় ৫শ বছর আগের মুঘল সম্রাট আমলের পুরোনো একটি মসজিদের। সদর উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের তালুকদার বাড়ি এলাকায় মসজিদটির অবস্থান। এটি বর্তমানে জিনের মসজিদ নামে পরিচিত।
মঙ্গলবার সকালে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের তালুকদার বাড়ি সড়কে মসজিদটি দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ।
তার সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী ইকবাল কবীর এবং নাগেরপাড়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান।
মসজিদের প্রথম সন্ধান দেন এই মসজিদের ইমাম। যমুনা টিভিতে মসজিদটির বিষয়ে সংবাদ প্রকাশ হয়।
গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, মসজিদটি ঘুরে দেখলাম। এটি আমাদের প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্যের নিদর্শন। মসজিদটি রক্ষা ও সংরক্ষণে আমাদের যা যা করণীয় সব করব। ইতোমধ্যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।