
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ১০:৫৭ পিএম
গুলিবিদ্ধ সোহানের দিন কাটছে বামহাত অবশ হওয়ার শঙ্কায়

নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৮:১০ পিএম
-67f52e3865346.jpg)
আরও পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে রাজমিস্ত্রি সোহান বিশ্বাসের (২৯) বামহাতসহ শরীরের বিভিন্ন জায়গায় গুলি লেগেছিল। ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে নড়াইল সদর উপজেলার মালিবাগ ও নাকশি-মাদ্রাসা এলাকায় ছাত্র-জনতার বিক্ষোভে তিনি স্বতঃর্স্ফূতভাবে অংশ নিয়েছিলেন।
এ ঘটনার ২ মাস পর ঢাকার কুর্মিটোলা হাসপাতালে বামহাতে অপারেশন করা হলেও হাতের অবশ ভাব এখনো কাটেনি। ফলে বামহাত চিরতরে অবশ হওয়ার শঙ্কায় দিন কাটছে সোহানের।
সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের দৌলতপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে সোহান বিশ্বাস। সেদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও পুলিশের নির্বিচার গুলিতে ক্ষত-বিক্ষত হয়েছিলেন তিনি। আজও শরীরে বয়ে বেড়াচ্ছেন বুলেট আর আঘাতের ক্ষতচিহ্ন।
রোববার (৬ এপ্রিল) নড়াইল সদর হাসপাতালে অপারেশন করে সেই ছররা গুলির একটি অংশ বের করা হয়েছে। তবে শরীরের বিভিন্ন জায়গায় এখনো গুলি রয়েছে বলে তিনি জানান।
গুলিবিদ্ধ সোহান বিশ্বাস বলেন, তার বামহাতসহ শরীরের বিভিন্ন জায়গায় গুলি লাগে। এ সময় উপস্থিত কয়েকজন তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ওই হাসপাতালে দুই মাস চিকিৎসা দেওয়া হয়। এখানেই বামহাতে অপারেশন করা হয়।
বাঁশগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহান জানান, সহযোগিতা হিসেবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এক লাখ টাকা পেয়েছেন।
সোহানের চাচা নড়াইল সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সেক্রেটারি বিএম ওয়াহিদুজ্জামান বলেন, আমার ভাইপোর উন্নত চিকিৎসার প্রয়োজন। যারা আমার ভাইপোকে গুলি করছে তাদের বিচার চাই।