
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ১০:০৭ পিএম
কারাগারের সামনের পুকুরে মিলল কিশোরের লাশ

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৪:০৯ পিএম

আরও পড়ুন
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনের পুকুর থেকে অজ্ঞাত কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফতুল্লা মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠায়।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, কারাগারের সামনের পুকুরে
কিশোরের ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করা
হয়েছে। কিশোরের নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। গাল ফুলা ছিল। পড়নে পায়জামা ছিল।
ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গিয়েছে। তারপরও মৃত্যুর
সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শিশুটির নাম পরিচয় জানার
চেষ্টা চলছে।
ওসি বলেন, কারাগারের সামনে হলেও পুকুরটির কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই।
এ পুকুরে যখন তখন বহিরাগত নারী, পুরুষ, শিশু ও কিশোররা নেমে গোসল করেন।’
কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, পুকুরটা কারাগারের সামনে
হলেও সেটি সড়ক বিভাগের। এর জন্য পুকুরটির নিরাপত্তার ব্যবস্থা করা যায়নি। তারপরও পুকুরটির
নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট বিভাগে চিঠি দেওয়া হয়েছে।