
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০৭:১৮ এএম
‘প্রত্নকথা’ ভ্রমণ বইয়ের মোড়ক উন্মোচন

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০২:৪৬ পিএম

আরও পড়ুন
মুন্সীগঞ্জ জেলার প্রত্নতাত্ত্বিক স্থাপনাসহ বিভিন্ন দর্শনীয় স্থান ও স্থাপনা ভ্রমণের সুবিধার জন্য মুন্সীগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত ভ্রমণবই ‘প্রত্নকথা’ এর মোড়ক উন্মোচন করা হয়। সোমবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সম্পাদিত এ বইটির উদ্বোধন করা হয়।
জেলার উন্নয়ন সংক্রান্ত সভা শেষে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি
মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), শিল্প,
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের
উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর উপস্থিতিতে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
বইটি প্রকশানার বিষয়ে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, ‘আমি অত্যন্ত
আনন্দিত যে, জেলা প্রশাসনের উদ্যোগে প্রত্ননগরীখ্যাত মুন্সিগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যকে
ধরে রাখা, জেলার পর্যটনকে সমৃদ্ধ করা ও আগামীর প্রজন্মের কাছে এগুলোকে পরিচয় করিয়ে
দেওয়ার লক্ষ্যে এ ধরণের একটি ভ্রমণবই প্রকাশ করতে পেরেছি। আজকে এতো সুন্দর একটি আয়োজনের
মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এটির মোড়ক উন্মোচন করতে পেরেছি। বইটি সংরক্ষণের লক্ষ্যে ও শিক্ষার্থীসহ
বিভিন্ন শ্রেণিপেশার মানুষের জানার সুবিধার্থে পর্যায়ক্রমে বিভিন্ন দপ্তর-সংস্থা, লাইব্রেরি,
স্কুল-কলেজ-মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, রিসোর্টসহ গুরুত্বপূর্ণ স্থানে পাঠানোর পরিকল্পনা
রয়েছে।’
ভ্রমণবইটিতে মুন্সীগঞ্জের রঘুরামপুর ও নাটেশ্বর এলাকার প্রত্নতাত্ত্বিক
স্থাপনাসহ জেলার দর্শনীয় ৬২টি স্থানের সচিত্র বর্ণনা, অবস্থান, ঐতিহাসিক প্রেক্ষাপট
ও গুরুত্ব তুলে ধরা হয়েছে। এছাড়া মুন্সিগঞ্জ জেলা ভ্রমণে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট
করার জন্য একদিনে ভ্রমণ করা যায় এমন তিনটি ভ্রমণ পরিকল্পনা যুক্ত করা হয়েছে। পর্যটক
ও ভ্রমণপিপাসুদের সুবিধার্থে এতে জেলা এবং উপজেলার আলাদা আলাদা মানচিত্র, আবাসন ও যোগাযোগ
ব্যবস্থার বিবরণ দেওয়া হয়েছে। দেশি ও বিদেশি পর্যটকদের কথা বিবেচনায় রেখে বইটির সকল
তথ্য ও বর্ণনা বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লিখিত হয়েছে।