মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

পার্বতীপুর (প্রতিনিধি) দিনাজপুর
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০২:৪৪ পিএম

দিনাজপুরের পার্বতীপুরের বড় পুকুরিয়া কয়লা খনির কারণে সৃষ্ট বিশাল জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। সোমবার এ ঘটনায় দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নীতিগতভাবে জলাশয়টির মালিক পেট্রোবাংলাধীন
বড় পুকুরিয়ার খনি কর্তৃপক্ষ। গত ১৬ বছর দরে জোর করে জলাশয়টি দখল করে রেখেছিল স্থানীয়
চেয়ারম্যান রেজওয়ানুল হক। জলাশয়টির মাছ ধরে বিক্রি করে আসছিলেন তিনি। কেউ তার প্রভাবে
মুখ খুলত না।
এরই ধারাবাহিকতায় সোমবার চেয়ারম্যানের নির্দেশে তার সহযোগীরা জলাশয়টিতে
মাছ ধরতে নামে। এ সময় গ্রামবাসী বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত
হয়। এর মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী আসাদ বলেন, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে জলাশয়টি থেকে
চেয়ারম্যান মাছ ধরে আসছিল। এবার তাদের বাধা দেওয়ায় তারা হামলা করে। তারা দীর্ঘদিন ধরে
মাছ ধরলেও রহস্যজনক কারণে খনি কর্তৃপক্ষ নিরব ছিল।
এ বিষয়ে জানতে কয়লা খনির এমডি সাইফুল ইসলামের মাবাইলে বার বার ফোন দেওয়া
হলেও তিনি তা রিসিভ করেননি। অভিযোগের বিষয়ে চেয়ারম্যান রেজওয়ানুল হকের নাম্বারে ফোন
দিলেও তিনি সাড়া দেননি।
পার্বতীপুর মডেল থাবার ওসি আব্দুস সালাম বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত
কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’