
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ এএম
লামায় ৮ তামাক চাষি-শ্রমিককে অপহরণ

লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০১:৩২ পিএম

আরও পড়ুন
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম লেমুপালং এলাকা থেকে ৮ তামাক চাষি-শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। সোমবার রাত ৩টার দিকে তাদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
অপহৃতদের পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে সশস্ত্র সন্ত্রাসীরা তামাকের
খামার বাড়িতে আসে। এ সময় তারা খামার বাড়িতে অবস্থান ৮ তামাক চাষি-শ্রমিককে জোর করে
তুলে নিয়ে যায়।
অপহরণের বিষয়টি নিশ্চিত করে লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, অপহৃতদের
উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী অভিযান চালাচ্ছে।