
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ১২:১৪ পিএম
সরাইল দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ১৫

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১১:৫৮ এএম

আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে উপজেলার তেরকান্দা গ্রামে হওয়া এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ১৫ থেকে ২০টি বাড়িঘর।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
সরাইল থানার ওসি রফিকুল ইসলাম জানান, তেরকান্দা চান্দের গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে চান্দের গোষ্ঠীর এক যুবকের অটোরিকশায় বারেকের গোষ্ঠীর একজন লাঠি দিয়ে আঘাত করে। এ নিয়ে রাতেই দুই গোষ্ঠীর মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে রাতে তারা সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করে।
অটোরিকশা ইস্যুতে মঙ্গলবার ভোর ৫টার দিকে ফের সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠীর লোকজন। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয় ১৫ থেকে ২০টি বাড়িঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।