
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ১০:২১ পিএম
বেগমগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রবাসীর মৃত্যু

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১১:৪৫ এএম

আরও পড়ুন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে ট্রেনে কাটা পড়ে আবুল বাশার দুলাল (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে চৌমুহনী রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেন আসার সময় রেল লাইনে শুয়ে পড়েন বাশার। এতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
নিহত আবুল বাশার দুলাল সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের
হাজী নুকুল বেপারী বাড়ির আব্দুল মালেকের ছেলে।
জানা গেছে, রাতে কুমিল্লা থেকে সমতল এক্সপ্রেস ট্রেনটি সোনাপুরের উদ্দেশে
ছেড়ে আসে। রাত ৮টার দিকে ট্রেনটি চৌমুহনী স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ করে রেল লাইনের
পাশে থাকা এক ব্যক্তি লাইনের ওপর শুয়ে পড়েন। মুহূর্তের মধ্যে ট্রেনে কাটা পড়ে তার শরীর
বিচ্ছিন্ন হয়ে যায়।
রেলওয়ে পুলিশ জানায়, দুলাল গত ২৪ বছর ধরে কাতারে থাকতেন। মাঝে মাঝে দেশে
এসে ঘুরে যেতেন। ৪ মাস আগে তিনি দেশ থেকে কাতারে যান। সোমবার সকালে পরিবারের কাউকে
না জানিয়ে তিনি দেশে ফিরেন। এরপর বাসে করে ঢাকা থেকে চৌমুহনী চৌরাস্তায় আসেন। কিন্তু
তিনি বাড়ি না গিয়ে চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় ঘুরাঘুরি করেন। ট্রেন আসার সঙ্গে সঙ্গে
রেল লাইনে শুয়ে পড়েন।
চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রদীপ কুমার মজুমদার বলেন, লাশ
উদ্ধার করে রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিবার তার আত্মহত্যার
কোনো কারণ জানাতে পারেনি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।