
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৯:০৫ এএম

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ এএম

আরও পড়ুন
গাজীপুরের কাশিমপুর সারদাগঞ্জ মোল্লাহ পাড়া এলাকায় স্কুল শিক্ষার্থী যাহরা সারমিনের অপহরণকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামাবাসী, শিক্ষার্থী ও স্বজনরা ।
সোমবার আঞ্চলিক সড়কে শতাধিক গ্রামবাসী ও স্কুল শিক্ষার্থীর স্বজনরা মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ করে।
মানববন্ধনে বক্তারা বলেন,গত ঈদুল ফিতরের দিন সকালে যাহরা সারমিনকে নিজ বাড়ি থেকে একই গ্রামের সফিউদ্দিন মোল্লাহর ছেলে জান্নাতুল মোল্লাহর নেতৃত্বে ৪-৫ জন লোক অস্ত্রের মুখে জিম্মি করে একটি অজ্ঞাত প্রাইভেটকারে করে নিয়ে যায়। সেদিনই শিক্ষার্থীর মা হেলেনা ইসলাম বাদী হয়ে জান্নাতুল মোল্লাহকে প্রধান আসামী করে পাঁচজনের নামে একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২ এপ্রিল রাতে উদ্ধার করে। এঘটনায় মামলা হওয়ার পর থেকে নানাভাবে আসামীসহ আসামির লোকজন প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। তাই দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হোক।
স্কুল শিক্ষার্থীর বাবা আজহারুল ইসলাম বলেন, আমার মেয়েকে প্রেম প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে ঈদের দিন অস্ত্রের মুখে জান্নাতুল মোল্লাহ জোরপূর্বক তুলে নিয়ে যায়। বিষয়টি কাশিমপুর থানায় একটি অভিযোগ দেই। পরে আমরা সেনা ক্যাম্পে আরেকটি অভিযোগ দিলে পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা গত ২ এপ্রিল রাতে আমার মেয়েকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন।
গত ৬ এপ্রিল আদালতের মাধ্যমে আমার মেয়েকে বুঝে পেলেও আসামিরা প্রতিনিয়তই প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে অভিযুক্ত জান্নাতুল মোল্লাহর ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিক কল করা হলেও মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে ম্যাসেজ পাঠালেও তিনি কোন উত্তর দেননি।
কাশিমপুর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এঘটনায় মেয়ের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অপহৃত স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করে আদালতের মাধ্যমে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে।