
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০১:৩২ পিএম
গাজায় হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:৫০ পিএম

আরও পড়ুন
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর আগ্রাসন, নারকীয় হত্যাযজ্ঞ ও গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ স্লোগানে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২টায় শহিদী মসজিদ চত্বরে কিশোরগঞ্জ সর্বস্তরের ছাত্র-জনতার উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে সবার অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যানারে হাজার হাজার মানুষ অংশ নেন। মিছিলটি শহিদী মসজিদ চত্বরে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ কর্মসূচিতে কিশোরগঞ্জের সর্বস্তরের ছাত্র-জনতা সংহতি প্রকাশ করেছে। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা প্রতিবাদের অংশ হিসেবে নানা স্লোগানে ইসরাইল, আমেরিকা ও ভারতের সব পণ্য বয়কটের ঘোষণা দিয়েছেন।
এর আগে সোমবার দুপুরে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক দিলীপ কুমার বড়ুয়া, প্রোভিসি শহিদুল ইসলাম, ট্রেজারার ঈমান আলী, রেজিস্টার লায়লা ইয়াসমিনসহ অন্যরা এতে অংশ নেন। এ সময় তারা শহরের কালীবাড়ি মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।