
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৫১ পিএম
ফুলকলির সব শোরুমে ইসরাইলি পণ্য বিক্রি বন্ধ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:০৭ পিএম
-67f3ea223017a.jpg)
আরও পড়ুন
চট্টগ্রামে বেসরকারি বৃহৎ খাদ্য বিপণন কোম্পানি ‘ফুলকলি’ সারা দেশে তাদের সব শোরুমে ইসরাইলি পণ্য প্রদর্শন ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে।
সোমবার কোম্পানির মহাব্যবস্থাপক এএম সবুর স্বাক্ষরিত এক চিঠিতে এ ঘোষণা দিয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
চিঠিতে বলা হয়, ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর নির্বিচারে অমানবিক নির্যাতনের প্রতিবাদে কোক ও পেপসি কোম্পানির সব ধরনের পণ্যসহ ইসরাইলি যাবতীয় পণ্যসামগ্রী ফুলকলির সব শোরুমে প্রদর্শন ও বিক্রয় বন্ধের সিদ্ধান্ত কর্তৃপক্ষ গ্রহণ করেছে। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।
ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্থাপক এমএ সবুর বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে জানান, ফিলিস্তিনের গাজায় ইসরাইল যে বর্বর গণহত্যা চালাচ্ছে, তাদের হাত থেকে নারী, শিশু, বৃদ্ধ থেকে শুরু করে চিকিৎসাকর্মী, স্বেচ্ছাসেবক কেউই রেহাই পাচ্ছে না। এর প্রতিবাদে তাদের কোম্পানি এমন সিদ্ধান্ত নিয়েছে। এটি কেবল একটি ব্যবসায়িক সিদ্ধান্ত নয়; এর মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বজুড়ে নিপীড়কদের বিরুদ্ধে একটি শক্তিশালী অর্থনৈতিক বার্তা পৌঁছাবে।
জানা গেছে, সারা দেশে ফুলকলির প্রায় ৩০০ শো রুম রয়েছে। সব শোরুমেই এ বার্তা পাঠানো হয়েছে।