
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ১২:০৯ এএম
ইসরাইলের নৃশংসতা: আলোকিত হৃদয় স্কুলের ব্যতিক্রমী প্রতিবাদ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৭:১৯ পিএম

আরও পড়ুন
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী চলমান ক্লাশ ও পরীক্ষা বর্জনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে টাঙ্গাইল মির্জাপুরের গোড়াইয়ের আলোকিত হৃদয় স্কুলের শিক্ষার্থীরা। হামলার প্রতিবাদে তার বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
সোমবার সকাল ৯টা পর্যন্ত স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
`NO Work, NO School' স্লোগান তুলে ধরে শিক্ষার্থীরা বিশ্বজুড়ে চলমান ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
তারা ‘The word for Gaza’, ‘Stop war’, ‘Stop Genocide’ ইত্যাদি বার্তা সংবলিত ব্যানার তৈরি করে তা প্রদর্শন করে।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ছবি আঁকে, কবিতা লেখে এবং দলগত আলোচনার মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে।
আলোকিত হৃদয় স্কুলের শিক্ষকরাও শিক্ষার্থীদের এ উদ্যোগে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং কার্যক্রমে সহায়তা করেন। এদিন বিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের ক্লাশ ও পরীক্ষা বন্ধ রাখে।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ছবি আঁকে, কবিতা লেখে এবং দলগত আলোচনার মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে।