
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পিএম
‘গোপালগঞ্জে ৬ লেন হলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কেন নয়’

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৭:১১ পিএম
-67f3cf10795a5.jpg)
আরও পড়ুন
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী বলেছেন, স্বৈরাচার হাসিনা সরকারের আমলে গোপালগঞ্জসহ মন্ত্রী-এমপিদের নির্বাচনী এলাকায় অতি গুরুত্বপূর্ণ নয়- এমন সড়কও ৪ থেকে ৬ লেনে উন্নীত হয়েছে। অথচ চট্টগ্রাম-কক্সবাজার দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক হওয়া সত্ত্বেও অদৃশ্য কারণে এটির উন্নতি হয়নি।
সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়ায় সাম্প্রতিক সময়ে দুর্ঘটনায় নিহতদের মাগফেরাত ও সড়ক দুর্ঘটনা থেকে মুক্তির জন্য কুরআনখানি এবং দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনতি ইউনিয়ন শাখার উদ্যেগে চুনতি বন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় শাহজাহান চৌধুরী বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রতিদিন হাজার হাজার পর্যটক নিয়ে অসংখ্য যানবাহন চলাচল করে। তারপরও এই সড়কটি কারো নজরে পড়ে না।
তার ভাষায়, দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে সবসময় উন্নয়ন বৈষম্য হয়েছে, যেমনিভাবে গোপালগঞ্জে মানুষ নাই, গাড়ি নাই সেখানেও সড়কে ৬ লেন করে বসে আছে। ১৭ বছরের সরকার অথচ দ্বিতীয় বৃহত্তম গুরুত্বপূর্ণ সড়ক দক্ষিণ চট্টগ্রামে সেই ২ লেনই রয়ে গেছে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে মানুষকে বাঁচাতে অনতিবিলম্বে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করতে হবে। না হয় প্রতিদিন এ সড়কে দুর্ঘটনায় মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হবে।
তিনি বলেন, ইতোমধ্যে সরকারের ৩ জন উপদেষ্টা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানিয়েছেন, জাইকার সঙ্গে অল্প সময়ের মধ্যে চুক্তি সম্পাদিত হবে। ২০২৮ থেকে চার লেনের কাজ শুরু হবে বলেও আশ্বস্ত করেছেন। তবে আমরা চাই, ২০২৮ সাল নয়, আগামী বছর থেকে সরকার চার লেনের কাজ শুরু করবে, এটাই আমাদের দাবি।
লোহাগাড়া উপজেলা জামায়াতের নায়েবে আমির চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামীর সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনতি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাস্টার মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে চুনতি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা জহির উদ্দীন, আধুনগর ইউনিয়ন জামায়তে ইসলামীর সাবেক আমির শামীম আক্তার, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা রিদুয়ানুল হক নিজামী, চুনতি ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুনতি পশ্চিম সাথী শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ জুনাইদ, নলবনিয়া জামে মসজিদের খতিব মাকসুদুর রহমান রিয়াদ প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে ৩১ মার্চ ও ১ এপ্রিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার জাঙ্গালিয়া নামকস্থানে পৃথক ২টি দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন ও চিকিৎসাধীন ৪ জনসহ মোট ১৬ জনের মৃত্যু হয় ও ২৫ জন গুরুতর আহত হন।