
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৭:১৯ এএম
বাগেরহাটে বহুতল ভবনে আগুন, নারীর মৃত্যু

বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৬:২৫ পিএম

আরও পড়ুন
বাগেরহাটের চিতলমারী উপজেলার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে উপজেলা সদরের মাইশা টাওয়ারের আগুনে অনিতা নামের এক নারীর মৃত্যু হয়েছে। আগুনের সময় ভবনটিতে আটকা পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যদের দীর্ঘ প্রচেষ্টার পর দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
পাঁচতলা বিশিষ্ট ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়াসহ
চারটি ব্যাংকের শাখা, বিভিন্ন কোম্পানির শোরুম ও বেসরকারি ক্লিনিক রয়েছে।
চিতলমারী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রায়হান বলেন, আগুন লাগার খবর
পেয়ে বাগেরহাট ও চিতলমারী সেনা ক্যাম্পের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। ভবনটির চতুর্থ
তলায় হাসপাতাল ছিল। সেখানে থাকা রোগীদের আমরা নিরাপদে উদ্ধার করেছি। বহুতল ভবনটির
নিচতলায় মার্কেট রয়েছে। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট অথবা সিগারেটের আগুন থেকে
ভবনটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ মতিউর
রহমান বলেন, ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেটি তৃতীয় তলা পর্যন্ত ছড়িয়ে
পড়ে। গোপালগঞ্জ খুলনা ও বাগেরহাট ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে
আনে। ভবনে আটকে পড়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ধোঁয়ার কারণে মারা গেছেন
বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আগুনে আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। চিতলমারী
হাসপাতাল সূত্রে জানা গেছে, আগুনে দগ্ধ হয়ে শুধুমাত্র সেখানে ২৬ জন ভর্তি হয়েছে। এর
মধ্যে ১৩ জন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।