
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ১২:০৯ এএম
চট্টগ্রামে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৬:২৪ পিএম

আরও পড়ুন
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) একটি কারখানার ৪০ শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে শ্রমিকরা। সোমবার সকাল ১০টার দিকে সিইপিজডের ‘এক্সেলসিয়র সুজ’ নামের কারখানার শ্রমিকরা ইপিজেডের সামনে বিমানবন্দর সড়ক অবরোধ করে। এতে করে ব্যাপক যানজট ও দুর্ভোগের সৃষ্টি হয়।
অবরোধের দেড় ঘণ্টা পর থানা ও ইন্ডাস্ট্রিয়াল
পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকরা জানান, সিইপিজডের ৪ নাম্বার রোডের
৩ নাম্বার সেক্টরে অবস্থিত এক্সেলসিয়র সুজ কারখানার ৪০ জন কর্মীকে চাকরিচ্যুত করা হয়।
ঈদের কয়েকদিন আগে হওয়া এ ঘটনায় শ্রমিক অসন্তোষ শুরু হয়। দফায় দফায় বিক্ষোভ করেন তারা।
ঈদের ছুটির পর শনিবার থেকে আবারও কারখানার সামনে বিক্ষোভ করেন চাকরিচ্যুতরা। রোববার
কারখানাটিতে হামলার ঘটনাও ঘটে। এতে সাত শ্রমিক আহত হন।
সোমবার সকালে শ্রমিকরা আবারও রাস্তায় নেমে
আসেন। তারা ইপিজেডের সামনের চট্টগ্রাম বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।
খবর পেয়ে সেখানে যান ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ ইপিজেড থানার পুলিশ।
শ্রমিকদের অবরোধের জেরে পণ্যবাহী গাড়িসহ
বিভিন্ন যানবাহন সড়কে আটকা পড়ে। পুরো এলাকায় অচল অবস্থার সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা
পর পোশাক শ্রমিকরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ইপিজেড থানার ওসি মোহাম্মদ আখতারুজ্জামান
বলেন, ‘আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শ্রমিকরা চলে গেছেন।
যেসব শ্রমিক চাকুরিচ্যুত করা হয়েছে তাদের শ্রম আইন অনুযায়ী সব পাওয়া বুঝিয়ে দেওয়া হবে
বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।’