
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০৬:১৯ এএম
‘ফের হামলা হলে ইসরাইলিদের হাত কেটে ফেলা হবে’

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৬:০০ পিএম
-67f3bf79cd2fc.jpg)
আরও পড়ুন
ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।
সোমবার বাদ জোহর টঙ্গীবাজার, স্টেশনরোড, আউচপাড়া, খাঁ-পাড়া রোড, গাজীপুরা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেট এলাকায় সমাবেশে মিলিত হয়।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন- মাওলানা ইউনুস শাহেদী, মাওলানা আলী হাসান তৈয়ব, মুফতি মিজানুর রহমান কাসেমী, মাওলানা মিশকাত হোসেন হেলালী, মুফতি সফিউল্লাহ, মুফতি সফিকুল ইসলাম নোমানী, বিএনপি নেতা প্রভাষক বশির উদ্দিন, ভিপি আসাদুজ্জামান নুর, মাওলানা ইকবাল হোসাইন মাসুম, মাওলানা ওসমান গণি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে যদি আর একজন মুসলমানের ওপর হামলা করা হয় তাহলে ইসরাইলিদের হাত কেটে ফেলা হবে। শরীরের রক্ত দিয়ে ইসলাম ও ফিলিস্তিনবাসীকে রক্ষা করার জন্য ময়দানে নেমেছি, ঘাম দিয়ে নয়।
বক্তারা এ সময় ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানান।