
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পিএম
টঙ্গীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল নারীর

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৩:১৬ পিএম

আরও পড়ুন
গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যানের ধাক্কায় অজ্ঞাত এক নারী (৫৫) নারী নিহত হয়েছেন। রোববার গভীর রাতে টঙ্গীর এরশাদনগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয় জনতা গাড়িটি জব্দ করে পুলিশে দিয়েছে।
সোমবার সকালে টঙ্গী সরকারি হাসপাতাল থেকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার
করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১২টার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক নারী গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা গাড়টি
জব্দ করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়। এরপর স্থানীয়রা আহতকে উদ্ধার করে টঙ্গী সরকারি
হাসপাতালে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ঘাতক যানটিকে জব্দ
করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।