
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ১০:৪২ পিএম
ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে খাজা ইউনুস বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০১:৩৪ পিএম

আরও পড়ুন
ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার ইসলাইলের গণহত্যা ও বর্বোরোচিত হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের এনায়েতপুরের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ইথিকস ক্লাবের আয়োজনে হওয়া মানববন্ধনে
শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষাথী অংশ নেয়। এ
সময় ফিলিস্তিনে গণহত্যা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ইথিকস ক্লাবের
প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইয়াকুব শরীফের সভাপতিত্বে হওয়া সমাবেশে বক্তব্য রাখেন
বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. হোসেন রেজা। প্রধান বক্তা ছিলেন
ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর আহসান উল্লাহ।
এদিকে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এনায়েতপুর প্রেস ক্লাব চত্ত্বরেও ফিলিস্তিনের
সমর্থনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।