
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ১১:৫৮ পিএম
দোহারে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ ঢাকা
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১০:৪১ পিএম

আরও পড়ুন
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া প্রেস ক্লাবের সামনে ফারুক আহমেদ নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জয়পাড়া প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ফারুক আহমেদ উপজেলা পরিষদ মার্কেটের সামনে থেকে তার নিজ বাড়ি দক্ষিণ জয়পাড়া পশু হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলেন। দোহার প্রেস ক্লাবের সামনে যাওয়া মাত্রই অতর্কিতভাবে তিনজন যুবক তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় ফারুক আহমেদ চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শিউলি আক্তার তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়। ঘটনার পরপরই দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি ছুরি উদ্ধার করেছে।
এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিব বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।