
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ১০:২১ পিএম
তরুণদের মেধাবী নেতৃত্বে এগিয়ে যাবে নতুন বাংলাদেশ: ঢাবি উপাচার্য

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১০:৩৮ পিএম

আরও পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, তরুণদের মেধাবী নেতৃত্বে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। সমাজের উন্নয়ন ও তরুণদের কল্যাণে কাজ করতে গেলে নানা চ্যালেঞ্জ আসবেই; সাহস, নিষ্ঠা ও সহমর্মিতার সঙ্গে এগিয়ে গেলে ভালো কাজে সফলতা আসবেই। তরুণদের মাঝে যে অদম্য সম্ভাবনা রয়েছে তা কাজে লাগালে বাংলাদেশ একদিন নেতৃত্বের দিক থেকে বিশ্বের বুকে এক অনন্য অবস্থানে পৌঁছবে।
শুক্রবার বিকালে চট্টগ্রামের লোহাগাড়ার ক্যারিয়ার ডিজাইনিং ফাউন্ডেশন (CDF) আয়োজিত ঈদ পুনর্মিলনী ও ইয়ুথ লিডারশিপ সামিট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্যারিয়ার ডিজাইনিং ফাউন্ডেশনের চেয়ারম্যান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে ও আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামের সহকারী পরিচালক শাহাদাত হোসেনের সঞ্চালনায় এ কর্মশালা হয়।
ঢাবি উপাচার্য বলেন, তরুণরা যে উদ্দেশ্য নিয়ে নতুন বাংলাদেশের সূচনা করেছে তাদের সেই মেধাবী তেজদীপ্ত চিন্তায় এ দেশকে ঢেলে সাজাতে হবে, দুর্নীতির শাখা-প্রশাখা সমূলে ধ্বংস করে দিতে হবে। নতুন প্রজন্মের কাছে তিনি একটি বাসযোগ্য উন্নয়ন ও মেধায় পরিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান। সামগ্রিকভাবে আয়োজনটি তরুণদের মাঝে ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের প্রত্যয়, সামাজিক দায়বদ্ধতা ও ইতিবাচক পরিবর্তনের চিন্তা জাগিয়ে তুলবে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল বলেন, সম্ভাবনাময় যুব সমাজকে সঠিক দিক-নির্দেশনা দিয়ে দেশের জন্য শক্তিশালী নেতৃত্ব তৈরিই আমাদের লক্ষ্য। ঈদ পুনর্মিলনী ও ইয়ুথ লিডারশিপ সামিট তারই একটি ধারাবাহিক প্রয়াস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্বাস উদ্দীন, মাস্টার মেরিনার ও হায়াত হোল্ডিংসের চেয়ারম্যান ক্যাপ্টেন মো. শওকত হোসেন চৌধুরী, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সহকারী অধ্যাপক ড. মোমিনুল হক, ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চের মেডিকেল ডিরেক্টর, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইলিয়াছ, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দীন সরকার, এফডিইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী জয়নাল আবেদীন, বিএমটিএর ভাইস প্রেসিডেন্ট লিটন মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষক রেজাউল করিম সোহাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. শোয়াইব, চবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষক এম আলম সাদী প্রমুখ।
সামিটে সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, তরুণ পেশাজীবী এবং প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
আয়োজক সংস্থা CDF সূত্রে জানা যায়, ২০১০ সাল থেকে তারা দেশের তরুণ সমাজের ক্যারিয়ার গঠন ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিক প্রচেষ্টারই একটি অংশ, যেখানে তরুণদের উৎসাহিত করতে সমাজের বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নেন।