
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০৩:১৯ এএম
মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর কাণ্ড

সিলেট ব্যুরো
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১০:৩৬ পিএম

আরও পড়ুন
সিলেটে মায়ের সঙ্গে অভিমান করে এক কিশোরী আত্মহত্যা করেছে। মোবাইল চালাতে না দেওয়ায় টেলিফোনের তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সে। রোববার সকালে ওই এলাকার সরকারি কলোনির বিপরীত গলির একটি বাসায় এ ঘটনা ঘটে।
মৃত লাবিবা তানহা (১৩) শেখঘাট এলাকার মৃত মুজিবুর রহমানের মেয়ে।
জানা যায়, শনিবার রাতে ওই কিশোরীর হাত থেকে মোবাইল ফোন নিয়ে যান তার মা। তিনি কিছুক্ষণ তানহাকে বাথরুমে আটকে দরজা বন্ধ করে রাখেন। পরে তার বোন দরজা খুলে দিলে দৌড়ে বের হয়ে যায় সে। রাতে ঘরে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে তার পরিবার। পরে রোববার সকালে ওই বাসায় একটি লোহার পাইপের সঙ্গে টেলিফোনের তারের মাধ্যমে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।