
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৪০ পিএম
প্রবাসীর টাকা উদ্ধার করল পুলিশ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১০:২০ পিএম

আরও পড়ুন
স্ত্রীকে পাঠানো প্রবাসীর টাকা ভুলক্রমে অন্যের বিকাশ নম্বরে চলে যায়। এ বিষয়ে গুরুদাসপুর থানায় অভিযোগ করেন স্ত্রী। এরপর ওই টাকা উদ্ধার করে দিয়েছে পুলিশ।
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দস্তানানগর গ্রামের রেশমা খাতুন নামের এক নারীর মোবাইল নাম্বারে স্বামীর দেওয়া মালয়েশিয়া থেকে ৩৬ হাজার ৯৮০ টাকা আসার কথা ছিল। ভুলে সেটি চলে যায় অন্য একটি নাম্বারে। বিকাশে টাকা আসার বিষয় বুঝতে পেরে ওই ব্যক্তি নাম্বারটি বন্ধ করে দেন। বারবার ফোন করেও নাম্বারটি বন্ধ পাওয়ায় বাধ্য হয়ে ২১ মার্চ গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী রেশমা খাতুন।
থানায় সাধারণ ডায়েরির পর গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন এসআই মাসুদ রানাকে বিষয়টি তদন্তের নির্দেশ প্রদান করেন। মাত্র ১৫ দিনের মধ্যে ৩৬ হাজার ৯৮০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিক রেশমা খাতুনের কাছে হস্তান্তর করা হয়।
গুরুদাসপুর থানার এসআই মাসুদ রানা বলেন, ওসি স্যারের দিক-নির্দেশনা মোতাবেক তথ্যপ্রযুক্তির সহায়তার মাধ্যমে সম্পূর্ণ টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন প্রকৃত মালিককে টাকা হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন।
রেশমা খাতুন বলেন, স্বামীর দেওয়া টাকাগুলো ফিরে পেয়ে আমি খুবই খুশি। দ্রুত সময়ের মধ্যে টাকা উদ্ধার করে দেওয়ার জন্য গুরুদাসপুর থানা পুলিশের কাছে আমি কৃতজ্ঞ।