
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ১১:৫৮ পিএম
জুয়াড়িদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৮:১৯ পিএম

আরও পড়ুন
শেরপুরের ঝিনাইগাতীতে বৈশাখী মেলায় জুয়ার আসরে অভিযানকালে জুয়াড়িদের হামলায় দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় উপজেলার পাইকুড়া বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ঝিনাইগাতী থানার এসআই হারুন অর রশিদ, এএসআই মনিরুজ্জামান এবং কনস্টেবল তাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও ফরহাদ আলী।
আহতরা ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতি বছর ঝিনাইগাতী উপজেলায় পাইকুরা বাজারে স্থানীয়ভাবে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এবার মেলায় ঝিনাইগাতী সদর ইউনিয়ন চেয়ারম্যানের ভাই সুলতান, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আসাদ মেম্বার ও ছাত্রদল নেতা আনন্দের তত্ত্বাবধানে জুয়ার আসর বসে। বিষয়টি ঝিনাইগাতী পুলিশের নজরে এলে সেখানে অভিযানে যান পুলিশ সদস্যরা। এ সময় আসাদ আলী মেম্বার ও আনন্দের নেতৃত্বে স্থানীয় ২০ থেকে ৩০ জন পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই হারুন অর রশিদ, এএসআই মনিরুজ্জামানসহ ৫ পুলিশ সদস্য আহত হন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেন। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়।
ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন জানান, পাইকুরা বাজারে বৈশাখী মেলায় জুয়ার আসর বসার খবরে ৫ সদস্যের একটি টিম অভিযানে গিয়ে হামলার শিকার হন। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।