
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৫১ পিএম
বাহুবলে সালিশি বৈঠকে হামলার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫০

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৭ পিএম

আরও পড়ুন
হবিগঞ্জের বাহুবলে সালিশি বৈঠকে হামলার জেরে সংঘর্ষে জড়িয়েছে দুইপক্ষ। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে।
এর মধ্যে গুরুতর আহত দুজনকে সিলেট ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় ভাঙচুর করা হয় ৩০টি বসতবাড়ি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
রোববার সকালে উপজেলা স্নানঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার বিকালে স্নানঘাট গ্রামের বাসিন্দা জবেদ আলীকে মারধর করে মোশাহিদ ও ফয়জুর রহমান। বিষয়টি স্থানীয় মুরুব্বিরা সালিশের মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেন।
এ নিয় রোববার সকালে সালিশি বৈঠক বসে। ওই সময় মোশাহিদ আলীর নেতৃত্বে একদল লোক মুরব্বিদের ওপর অতর্কিত হামলা চালায়। এর জেরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে আহত হন অন্তত ৫০ জন। ভাঙচুর করা হয় বাড়িঘর।
বাহুবল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।