
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ১২:৪২ এএম
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১০:০১ এএম

আরও পড়ুন
সুনামগঞ্জের তাহিরপুরের এক প্রতিবন্ধী কিশোরীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
শুক্রবার রাতে করা সেই মামলায় আসামি করা হয়েছে সুজন মিয়া (২২) নামে এক
যুবককে।
সুজন উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের অলিপুর (বাগগাঁও) গ্রামের শফিক মিয়ার
ছেলে।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল
রাতে টিউবওয়েলে হাত-মুখ ধোয়ার জন্য ঘর থেকে বের হন ওই প্রতিবন্ধী কিশোরী। এ সময় প্রতিবেশী
যুবক সুজন তাকে তুলে বাড়ির পার্শ্ববর্তী আখক্ষেতে নিয়ে যায়। সেখানে ওই প্রতিবন্ধী কিশোরীকে
ধর্ষণের চেষ্টা করে সুজন। পরে কিশোরীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সুজন পালিয়ে যায়।
ধর্ষণচেষ্টার ঘটনায় হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার
এসআই পংকজ দাশ বলেন, ‘আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’