
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০২:০৯ এএম
সালিশের টাকা নিয়ে হামলা ভাঙচুর, গ্রেফতার ৯

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১০:২৪ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
বাগেরহাটের চিতলমারীতে সালিশে জরিমানার টাকা দেওয়াকে কেন্দ্র করে সালিশদারের লোকজনের হামলায় ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টা ও শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চরবানিয়ারী মুসলিমপাড়া গ্রামে দুই দফা হামলার ঘটনা ঘটে।
এ সময় হামলাকারীরা তিনটি বসতবাড়ি ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে।
আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে যৌথবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় পুলিশ উভয়পক্ষের ৯ জনকে আটক করে।
আহতরা হলেন- চরবানিয়ারী ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নাল মোল্লা (৬৫), চরবানিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ড মৎস্যজীবি দলের সভাপতি বেল্লাল মীর (২৫), চরবানিয়ারী ইউনিয়ন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক মীর (২৭), চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সদস্য বাবুল মোল্লা (৩৭), চরবানিয়ারী ইউনিয়ন যুবদলের নেতা এজাজ মোল্লা (৩৮), রুস্তম হাওলাদার (৫৫), হাফেজ মো. মোহর আলী (৬০), কাকলী বেগম (৪৫), রেজাউল মীর (৫০) ও আমীর আলী হাওলাদার (৬৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১০-১২ দিন আগে চরবানিয়ারী মুসলিমপাড়া গ্রামের আমীর আলী হাওলাদারের স্ত্রী হোসনেয়ারা বেগমের একটি মুরগি প্রতিবেশী আবুল বাশার ও আবুল হোসেনের খেতের ধান খাওয়া নিয়ে আবুল বাশার ও আবুল হোসেন হোসনেয়ারা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে।
এ ঘটনায় ওহাব সরদার ও এস এ সিদ্দিক সালিশ বৈঠক করে আবুল বাশার ও আবুল হোসেনকে ৮০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় জরিমানার টাকা কম দেওয়া নিয়ে ওহাবের লোকজন আবুল বাশার ও আবুল হোসেনের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ৭ জন আহত হয়।
এ ঘটনার জেরে শনিবার সকাল ৯টার দিকে ওহাব সরদার এবং এস এ সিদ্দিকের লোকজন হামলা চালিয়ে প্রতিপক্ষ মোতালেব মীর, শুকুর মীর ও মোস্তাফা শেখের বসতবাড়ি এবং এনামুল মীরের দোকান, রফিকের সমিতি অফিস ও আল মামুনের বেকারী কারখানায় ভাঙচুর করে। হামলাকারীদের মারপিটে নারীসহ আরও ৪ জন আহত হয়।
চরবানিয়ারী মুসলিম পাড়া গ্রামের মোস্তাফা শেখ ও আল মামুনসহ অনেকে বলেন, ওহাব সরদার এবং এস এ সিদ্দিক তাদের লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এ তাণ্ডব চালিয়েছে। বহু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এর বিচার চাই।
ওহাব সরদার এবং এস এ সিদ্দিক বলেন, মুরগিতে সামান্য ধান খাওয়াকে কেন্দ্র করে হোসনেয়ারাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। তার চিকিৎসার জন্য ৮০ হাজার টাকা জরিমানা ধার্য করেছিলাম। ওরা মাত্র ৪০ হাজার টাকা নিয়ে আসায় মানুষজন ক্ষিপ্ত হয়ে ওদের মার দিয়েছে।
চিতলমারী থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা উভয়পক্ষের ৯ জনকে আটক করেছি। আটকদের আদালতে সোপর্দ করেছি। কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।