
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০২:৪১ পিএম
ধর্ষিতার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ধর্ষকের পরিবারের বিরুদ্ধে

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৯:০৫ পিএম
-67f1469e3f854.jpg)
আরও পড়ুন
কুষ্টিয়ার খোকসায় ধর্ষণের শিকার শিশুর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আফজাল কাজী নামে এক ধর্ষণে অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে।
শুক্রবার রাতে খোকসার গোপগ্রাম ইউনিয়নের খোদ্দসাদোয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার ধর্ষণে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোয় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে দাবি ভুক্তভোগীর পরিবারের।
ভুক্তভোগী শিশুর চাচা নিপুণ শেখ জানান, চলতি মাসের ১ তারিখে আফজাল কাজী ৮ বছরের শিশুকে পেঁয়াজ কাটার কথা বলে তাদের বাড়িতে নিয়ে যান এবং সারাদিন কাজ করার পর রাতে শিশুকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি রাতে পরিবারের কাউকে কিছু না জানালে পরেরদিন দুপুরে অসুস্থ হয়ে গেলে তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনায় শিশুর মা খোকসা থানায় ধর্ষণ মামলা করলে থানা পুলিশ অভিযুক্তকে আটক করে। অভিযুক্ত আফজালকে গ্রেফতারের পরের দিনই তাদের বসত ঘরে আগুন দেওয়া হয়েছে বলে জানান তিনি।
খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, আফজাল শেখ কৌশলে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুর মা ৩ তারিখে মামলা করলে আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ধর্ষণের শিকার শিশুর বাড়িতে শুক্রবার রাতে আগুন লাগার ঘটনায় শিশুর পরিবার অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে আগুন দেওয়ার অভিযোগ দেয়। যার প্রেক্ষিতে অভিযুক্তের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
দোষী প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।