
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০২:৪২ পিএম
সাংবাদিকদের বিভিন্ন গ্রুপে বিভক্ত হওয়া যাবে না: আবদুল হাই শিকদার

কুড়িগ্রাম ও ভূরুঙ্গামারী প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৯:০০ পিএম
-67f1458804127.jpg)
আরও পড়ুন
দেশবরেণ্য কবি, সাহিত্যিক, লেখক ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদার বলেছেন, সাংবাদিকদের বিভিন্ন গ্রুপে বিভক্ত হওয়া যাবে না। মাদকদ্রব্য যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সাংবাদিকদের এক হয়ে কাজ করতে হবে।
শনিবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় ভূরুঙ্গামারী ও কুড়িগ্রাম প্রেসক্লাব এবং যুগান্তর স্বজন সমাবেশের পক্ষ থেকে ভূরুঙ্গামারীর কৃতি সন্তান দেশ বরেণ্য কবি ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদারকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
পরে যুগান্তর পত্রিকার কুড়িগ্রাম জেলা ও উপজেলা প্রতিনিধিদের সঙ্গে সম্পাদকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন যুগান্তর পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আহসান হাবীব নীলু, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি আব্দুল আজিজ মজনু, চিলমারী প্রতিনিধি গোলাম মাহবুব, রৌমারী প্রতিনিধি এসএম সাদিক হোসেন, উলিপুর প্রতিনিধি উত্তম কুমার সেনগুপ্ত লক্ষণ, নাগেশ্বরী প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, ভূরুঙ্গামারী প্রতিনিধি আরমান আলী ও রাজা প্রমুখ।
এর আগে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির উদ্ধোধন উপলক্ষে সময়নিষ্ঠা ও উন্নয়ন বিষয়ক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম থেকে শুরু হওয়া এ আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে গোটা বাংলাদেশে।
ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির আয়োজনে নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
ব্যতিক্রমধর্মী এ সম্মেলনে নিবন্ধনকৃত ৮৫০ জন ছাত্রছাত্রী, ২৫০ শিক্ষক ও ১৫০ জন বিভিন্ন পেশাজীবী, প্রশাসনিক ব্যক্তি, বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও আমন্ত্রিত অতিথি অংশ নেন। অনুষ্ঠানের ১ম পর্বে অংশগ্রহণকারী ও অতিথিদের আসনগ্রহণ, ধর্মগ্রন্থ থেকে পাঠ, স্বাগত বক্তব্য, বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান ও ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
২য় পর্বে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলন, মুভমেন্ট ফর পাংচুয়ালিটির উদ্ধোধন, আলোচনা সভা, বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বেগম রোকেয়া বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী ও প্রধান আলোচক হিসেবে দেশবরেণ্য কবি, সাহিত্যিক, লেখক ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদার এবং মুখ্য আলোচক হিসেবে ঢাকা বিশ্বিবিদ্যালয় এসএম হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, টিএমএসএসর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বক্তব্য রাখেন।
এ সময় যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেন, যুগান্তর বাংলাদেশের পক্ষে কথা বলে। যা কিছু কল্যাণকর জনগণের মঙ্গল তার পক্ষে যুগান্তর। আলোকিত নতুন বাংলাদেশ বিনির্মাণে যুগান্তর নিরলস কাজ করে যাচ্ছে। কোনো দলবাজি নয়, বরং সব অন্যায় অবিচার, দুর্নীতি, সন্ত্রাস নৈরাজ্যের বিপক্ষে যুগান্তর সরব।
ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি ফকরুজ্জামান জেটের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সালেকুজ্জামান সভাপতি সাংবাদিক ইউনিয়ন, রংপুর, আব্দুর রহিম বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক, শিক্ষাবিদ মোস্তাফিজুর রহমান, অধ্যাপক কাজী শফিকুর রহমান, গোলাম ফেরদৌস উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাসুদ রানা সহকারী পুলিশ সুপার ভূরুঙ্গামারী সার্কেল, ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, সাবেক অধ্যাপক কাজী গোলাম মোস্তফা, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার।
ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক ও টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়া অধ্যাপক ডা. মো. মেফতাউল ইসলাম বলেন, এ সম্মেলনের মূল লক্ষ্য হলো সমাজ ও দেশের সার্বিক উন্নয়নে সময়নিষ্ঠার গুরুত্ব তুলে ধরা এবং উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজকে অগ্রসর করা। ‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’ একটি সময় সচেতনতা ভিত্তিক সামাজিক উদ্যোগ; যার মূল লক্ষ্য হচ্ছে সামাজিক ও শিক্ষাগত পরিসরে সময়নিষ্ঠতার চর্চাকে উৎসাহিত করা এবং উন্নয়নের পূর্বশর্ত হিসেবে সময়ের মূল্যবোধ প্রতিষ্ঠা করা।