
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০২:৩০ পিএম
গার্লস কলেজের সামনে কার্টনে খণ্ডিত লাশের পরিচয় মিলেছে

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৪:১৮ পিএম

আরও পড়ুন
মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া এলাকার মেদিনীমন্ডল গার্লস কলেজের সামনে থেকে ফলের কার্টনে পাওয়া যায় এক যুবকের খণ্ডিত লাশ। শুক্রবার বিকালে পাওয়া ওই লাশের পরিচয় মিলেছে।
মৃত ব্যক্তির নাম সাজ্জাদ ইসলাম সবুজ (২৬)। পেশায় বেসরকারি চাকরিজীবী
সবুজ সাভারের যাদুরচর গ্রামের ইউনুস মোল্লার ছেলে।
গত বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হন সবুজ। এরপর থেকে তার খোঁজ পাচ্ছিল
না পরিবার। এ ঘটনায় সাভার থানা সাধারণ ডায়েরি
করেছিল সবুজের পরিবার।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, শুক্রবার
বিকালে মেদিনীমন্ডলের খানবাড়ি এলাকায় গার্লস কলেজের সামনে ফলের কার্টন পড়ে থাকতে দেখেন
স্থানীয়রা। পরে কৌতূহলবশত সেটা খুললে টেপ পেচানো তিনটি প্যাকেটে মাথা ও পায়ের উরুর
অংশ পাওয়া যায়। একই দিন সন্ধ্যায় ঢাকার কেরাণীগঞ্জে পাওয়া যায় মরদেহটির বাকি অংশ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিআইডি ও সিবিআইর একটি দল। শুক্রবার রাত ১২টার
দিকে সাভার থানায় হওয়া সাধারণ ডায়েরির সূত্র ধরে মরদেহের পরিচয় পাওয়া যায়। পরে পরিবারের
সদস্যরা এসে লাশটি শনাক্ত করেন।
পুলিশের ধারণা, সবুজকে হত্যার পর লাশ গুমের উদ্দেশে নির্মমতার আশ্রয়
নেয় অপরাধীরা।
এ ঘটনায় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার।