
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০১:২৭ এএম
ফরিদগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৩:৩৭ পিএম

আরও পড়ুন
চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরে পড়ে আয়েশা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চিরকা গ্রামে এ ঘটনা ঘটে।
আয়েশা আক্তার ওই গ্রামের শাহ পরানের মেয়ে।
মৃতের পরিবারের বরাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আলম জানান, দুপুর
১২টার দিকে শিশুটির মা সাংসারিক কাজে ব্যস্ত ছিল। এ সময় শিশুটি খেলাধুলা করছিল। সকলের
অগোচরে সে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে
পুকুরের পানিতে শিশুটিকে ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আয়েশা আক্তারকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন,
‘শিশুটিকে হাসপাতালে
নিয়ে আসার অনেক আগেই সে মারা গেছে।’