
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০৩:৩৫ এএম
দুর্গাপুরে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের ফেরত দিলেন ইউএনও

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৩:৩৬ পিএম

আরও পড়ুন
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে আবার রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ফিরতি এসব মানুষদের কাছ থেকেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এমন অভিযোগে নেত্রকোনার দুর্গাপুরে বেশ কয়েকটি বাসে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের দক্ষিণপাড়া মোড় ও বিরিশিরি এলাকার
বাস কাউন্টারগুলোতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ
রেজওয়ানুল কবীর। এ সময় যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা যাত্রীদের ফেরত
দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে ঢাকায় চলাচলকারী বাসগুলোতে
টিকিটের মূল্য ফাঁকা রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল। এই অভিযোগ
পেয়ে রাত সাড়ে ৯টার দিকে অভিযান পরিচালনা করেন ইউএনও। অভিযানে মা মনি এন্টারপ্রাইজ,
সাথী পরিবহণ, সেন্টমার্টিন সিবিসি পরিবহণসহ বিভিন্ন বাসে যাত্রীদের কাছ থেকে নেওয়া
অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দিতে বাধ্য করা হয়। সেই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় যাতে না
করা হয়, সে জন্য কাউন্টারগুলোকে সতর্ক করা হয়। এ সময় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা
সহযোগিতা করেন।
ভাড়া ফেরত পাওয়া যাত্রী আব্বাস উদ্দিন বলেন, ‘ঈদের আগে ও পরে সমসময়ই জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। আমি ঢাকায় যাচ্ছিলাম। সরকার নির্ধারিত ভাড়া ৪৫০ টাকা করে হলেও তারা ৬৫০ করে রেখেছিল। এখন ইউএনও স্যারের মাধ্যমে অতিরিক্ত নেওয়া টাকা ফেরত পেয়েছি। এমন অভিযান সব সময় চললে যাত্রীদের জন্য ভালো হতো।’
ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে
এ অভিযান চালানো হয়। যাত্রীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা নিয়েছি।
অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীদের হয়রানি বন্ধে কাউন্টারগুলোকে সতর্ক করা হয়েছে।